New Year

Happy New Year 2023 Bangla SMS, Status (নতুন বছরের শুভেচ্ছা)

Different people from different locations celebrate the New Year in different ways. Though the ways of celebration are different, the main part is everyone likes to celebrate the moment. Some like to celebrate the day by sending wish cards to each other, some like to celebrate by sharing gifts, some like by sending images or video wishes, and some like to celebrate the moment by sending Bangla happy New Year SMS. Regardless of the ways of enjoying the moment, we are here to help you to make the day memorable. Happy New Year 2023 Status

Bangla Happy New Year 2023 SMS

We understand none of you celebrate the day without Happy New Year 2023 Bangla SMS. That’s why you all are searching here and there for some unique Bangla SMS collections. Considering your needs, we have come up with some Bangla Happy New Year SMS collections. So, you can copy them and send to the person you like. Getting this SMS, your friends, family members, and beloved ones will be surprised a lot. Now take a look at our SMS collections.

Happy New Year 2023 Greetings

 

Happy New Year 2023 Images Free Download

  1. নতুন ছিলে নতুন আছো নতুন রবে তুমি

বছর ঘুরে জানি আবার আসবে ঠিকই তুমি।

একই থাক একই রাখো একই ভাষা বলো

নতুনের সাথেই যেন আমায় নিয়ে চলো।।

Happy New Year!!

  1. Notun bochorer shuveccha tomake, tomader family r sobaike. Vlao thako sobsomoy, protitikhon, protiti muhurto.

Happy New Year!!

 

Happy New Year 2023 Quotes

  1. নতুনের আগমন নতুনের হাতছানি

নতুনের জয়গান নতুনের মধুর ধ্বনি।

নতুন আমি নতুন তুমি নতুন মোরা সবাই

আনন্দ গুলো রেখে চলে বিষাদকে বিদায় জানাই।।

Happy New Year to you!!

  1. Khub vore jokhon tomar ghum vangbe, dekhbe janalay hajaro pakhi sur bedheche tomay suvechha janate. Sobay chay tumi happy thako sarata bochor.

Wishing you Happy New Year!!

  1. চোখ মেলে দেখ কত রঙিন আলো

কান পেতে শুন সুর যত ভালো ।

পা ফেলে দেখ কত সুন্দর পথ

নতুন বছরে চলো ভালো থাকার আর রাখার করি শপথ ।।

Happy New Year!!

 

Bangla Happy New Year 2023 Status

  1. Pakhira aj bedheche gan, fulera chorachche subas

Notun bochore pabe tumi anonder onek avash.

Sobta anondo tomar jonno, sobta alo o tomar

Sobta valo thako tumi, khusi niye hajar hajar.

Happy New Year!!

  1. যেতে দাও তাকে যাকনা সে রেখে কি লাভ বলো

আসছে দিন সোনায় মোড়ানো নিয়ে যতসব ভালো ।

নতুন বছরে চলোনা জীবন রাঙাই নতুন রঙে

বাচার মত বাচি চলো নানান রঙিন ঢঙে।।

Happy New Year!!

 

Happy New Year 2023 Wishes

  1. আজ বছরের প্রথম দিন উৎসবের হলো শুরু

তোমাদের ভালো দেখতে আমার মনটা করছে উরু উরু

হাজার তারা আসুক নিয়ে তোমার জন্য গান

সুখের নদী বয়ে চলুক ভাসিয়ে ভালোলাগার সাম্পান।

Happy New Year!!

  1. Notun bochore tomake janai suvechha o valobasa. Sara bochor jeno valo thako ei kamona kori.

Wishing you Happy New Year!!

  1. আজকের সুর্য্য তোমার জন্য, সব আলোটাও তোমার, বাকি দিন গুলোও এমনই কাটুক পুরোটা বছর জুড়ে। ভালো থাকো সবাইকে নিয়ে, আনন্দগুলো ছড়িয়ে পড়ুক তোমার প্রতিটা মুহূর্তে। নতুন বছরের শুভেচ্ছা।

Happy New Year to you!!

যদি মনে হয় সব হারিয়ে ফেলেছেন?
তবে মনে রাখা উচিত,
গাছও তাদের পাতা হারায় প্রতিবছর
তবুও দাঁড়িয়ে থাকে🌳

আগামীর শুভ দিনের প্রতিক্ষায়

ঝড় এলো, ঝড় এলো,
ঝড়ের টানে ভাসাই চলো সব সর্বনাশ
দেখা গেলো ঐ চাঁদ
জোসনা ধারায় ধুয়ে ফেলি সব দীর্ঘশাস।
আজ দুঃখ ভোলার দিন
আজ কস্ট ভোলার দিন
স্বপ্ন দেখে নিজেকে
আজ বদলে নেবার দিন।।

চলতি পথে থাকতে পারে হয়তোরে ভুল ত্রুটি
ফিরতি পথে যন্ত্রণাকে দিলাম চির ছুটি।।

Happy New Year 2023 Bangla Messages

আজ ক্ষমা চাওয়ার দিন
আজ ক্ষমা পাওয়ার দিন
স্বপ্ন দেখে নিজেকে আজ
বদলে ফেলার দিন।

আজ দুঃখ ভোলার দিন
আজ কষ্ট ভোলার দিন
স্বপ্ন দেখে নিজেকে
আজ বদলে নেবার দিন।

বন্দি হতে পারে আবেগ,
অন্ধ মায়ার টানে…
থেমেও যেতে পারে সময়,
সুখেরই সন্ধানে
আজ ক্ষমা চাওয়ার দিন
আজ ক্ষমা পাওয়ার দিন
স্বপ্ন দেখে নিজেকে আজ
বদলে ফেলার দিন।

★★★ আমার সকল প্রিয় বন্ধু ও শত্রুকে জানাই
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা
তোমাদের নতুন বছর হয়ে উঠুক খুশির ভান্ডার
Happy New Year 2023

★★★সুখের স্মৃতি রেখ মনে,
দুঃখের স্মৃতি যেও ভুলে,
মিশে থেকো আপন জনে ,
মান অভিমান সব ভুলে,
আশার প্রদীপ রেখো জেলে,
হাজার সূর্য তোমার চোখে,
সবাই মিলে থেকো সুখে।
Happy New Year 2023

★★★ বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাঁশফু
তাই তোমায় উইশ করতে মন হলো বেকুল !
Happy New Year 2023

★★★ নবীন প্রভাতের নতুন আলোকে,
স্বাগত জানাই এই ধরণী লোকে।
আনন্দ মনে বারিনু তোমাকে,
আগাম শুভেচ্ছা জানাই সাধরে।
Happy New Year 2023

এসেছে নতুন বছর
সবাইকে জানাই সুখবর
সবার মনে আনন্দ
তবে কেন মুখ বন্ধ
জোরে জোরে বলা দরকার
★★★ Happy New Year 2023 ★★★

Happy New Year 2023 Status

 

আগের সব কষ্ট করে ফেলো নষ্ট
নতুন দিনে সবার প্রানে
কেউ রেখোনা দুঃখ মনে,
শুভ হোক নতুন দিন
খুশী থাকো সারা দিন
Happy New Year 2023

★★★আজ দেখো নতুন স্বপ্ন
ভুলে যাও সব পুরনো কষ্ট
আজ কর নতুন সব কল্পনা
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা
আজ থেকে শুরু হোক নতুন জীবন
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ
এই কামনা করি আমি সারাটা ক্ষণ
Happy New Year 2023

We hope that our Happy collection will help you make your day enjoyable and memorable.

José Vieira

José Vieira has been the event news writer at National Day Zreview since 2022. He researched the days and discovered fun facts. People looking for a reason to celebrate. His passion for helping everyone celebrate with special events, helpful tips, discounts, deals, and plenty of fun.

Related Articles

Back to top button