Happy Valentines Day 2024 Bangla SMS Love Girlfriend Boyfriend
Valentines Day 2024 Bangla SMS
Bangla Valobasha Dibosh SMS
Valo Lage Tor Chokhe Chokh Rakte.
Valo Lage Tor Sathe Onekta Poth Haat Te.
Valo Lage Tor Sathe Sopner Jaal Bunte.
R Ai Mon Chai Sarata Jibon Toke Ujar Kore Valobaste.
Oi Akasher Chader Moto tomay Valobasi, Moner Kosto Muhce Jai Dekhle 2mar Hasi,
tomar Moner Moddho Khane Rekhe Dio Amai, Jibone Morone Thakbo Pashe,Vulbona tomay!
Ontrero majhe tumi ontor hoyeacho, Jnina kokhon amr jibon hoye gcho.
A jogote sobar cheye amar tumi priyo, Chirodine thakbo tomar bondhu jene nio
Happy Valentines Day!!!
Sukh Pakhita Aj Melece Dana, Kosto Niye TaiR Vabina,
Buk Vora Aj Sudhui Shopno, Nijeke Jeno Aj Mone Hoy Donno, Se Sudhu tomari Valobasar Jonno.
Boro Icce Hoy, tomake Sate Niye ekdin Purnimar Chad Dekbo. Sedin Chad K Bolbo. “Chad! Dekho, Amar Moner Manush Ti tomar Cheye Koto Sundor”
Ghor sajao bou diye
mon sajao anondo diye
chukh sajao kajol diye
haat sajao mehedi diye
R amar moto bondhu sajao VALOBASA diye.
mon holo ekti mayabi pakhi, r bondu naki shuk dukker shati.Tumi Sondhu Akasher Sukh Tara. Rater Akashe Jhosna Hoye Deo Amay Pahara.
Tumi Vhorer Srinkdho Matal Haoya Jar Isporshe Ami Hoye Jay DiseHara.Babu Tomay Valobashi, Jotodur Amar Pokkho Theke Jay,
Tomar oi Bondho chokh gulo khulte cacche, dekhte ki amay?Valobasha Holo Rong Donur sat Ronger Moto
Rong Donu Jemon sat Rong Chara Joy Na
Temni Shotto Mittha Abeg Onuvhuti Bisbash Kosto Kanna Asob Chara Valobasha Hoy Na..!
Valentines Day Bangla SMS 2024 Download
Kokhono Ki Onuvhobe Porbe. Ami Tomay Vhabi Amr Soto Abagi Kolponate.
Tumi Sondhu Akasher Sukh Tara.
Rater Akashe Jhosna Hoye Deo Amay Pahara.
Tumi Vhorer Srinkdho Matal Haoya Jar Isporshe Ami Hoye Jay DiseHara.
Tumi Prothom Sokal Ekaki Bekal Bela.
Govir Rate Sopne Ase Koro Pramer Khela.
Tumi Amar Valobashar Misti Sitol Haoya.
Tumi Amay Aktu Khani Suye Dile Onek Khani Paoya.
Brishti Pore Akash Jure. mon Je Kade tomar Tore.
bondhu tumi Onek Dure. tomar Lagi Poran Je Pure.
Esho tumi Amar Tore. Basbo Valo Jibon Vore.
Diner Shuchonay Chay Tomay. Rater Jhochonay Chai Tomay.
Boro Beshi Valobashi Ami Tomay. Ak Mutho Prem Jodi Deo.
Ak Prithibi Sukh Dibo. Ai Tomake Apon Kore Nibo.
Meghla Moner Nil Sagore Uthal Pathal Dhew. Hridoy Nire Dissce Dola Valobashe Keo.
Aral Thake Dake Amay Kase Ase Na. Sopner Majhe Khuji Tare Dhora Dey Na
Jotoi Dekhi Valo Lage, Chokh Shore Na. Tumar Theke Dore Gale, Mon Mane Na.
Ato Bhalobashi Tumay, Tumi Bujho na.
ღ꧁💛 ওগো অকরুণ, কী মায়া জানো, মিলনছলে বিরহ আনো 💛꧂ღ
ღ꧁ღ💚 তুমি চলে যাচ্ছো, ল্যাম্পপোস্ট থেকে খসে পড়ছে বাল্ব, সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমসা। যেন কোনো বিজ্ঞ-জাদুকর কালো স্কার্ফ দিয়ে এ শহর দিয়েছে মুড়িয়ে 💚ღ꧂ღ
╰⊱♥⊱╮💛 আসবে ঝড়ি, নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকেক্রন্দন টুটবে যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে বাধতে বুকে দুঃখ রাতে- আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোওয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে। 💛╰⊱♥⊱╮
╰⊱♥⊱╮💛 আসবে ঝড়ি, নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকেক্রন্দন টুটবে যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে বাধতে বুকে দুঃখ রাতে- আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোওয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে। 💛╰⊱♥⊱╮
╭⊱ꕥ💚 জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধু স্বরূপ। 💚ꕥ⊱╮
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ💐 তোমাকে ভুলতে চেয়ে আরো বেশী ভালবেসে ফেলি,, তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশী গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে,,ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি,, তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই!! 💐❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁🌸 যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার যদি নায়াগ্রা জলপ্রপাত একদিন সাহারের কাছে চলেও যায় তবুও তুমি আমার 🌸꧂ღ
Bangla Valentines Day Romantic Messages
Pakhi bole… ‘Dhorona amai ”
Gach bole… ‘Ketona amai.. ”
Ful bole… ‘chirona amai.. ”
Mon bole… ‘vengona ami..
R Ami boli… “vule jeo na amay”
Adhar Ghorer Bati Tumi Chader O Hashi. Amr Thake Tomay Ami Onk Valobashi.
Jhosna Rater Tara Tumi Moner Akasher Chad. Tumi Amay Valobesho Diba Nishi Raat. Happy Valentines Day 2024 Bangla SMS.
Jibon Here Jay Mitthur Kache”
Shuk Here Jay Dukkher Kache”
Valobasha Here Jay Ovinoyer Kache”
But Bondhuttho Here Jay Na Karo Kache!!!
Shanto Nodir dewer maje, Monta shudu Tomay khuje.
Boshe achi tai nodir tire, Koto je Shopno Tomay ghire.
Tumi shudui amar hobe, Sob somoy Pase robe.
Ami Chad Caina, Se Utbe Rate.
Ami Rat Caina, Se Harabe Provate.
Ami Ful Caina, Se Jorbe Diner Sese.
Cai ekta Sundhor Mon,J kokhono Vulbe Na Aamk.
Tomar ek Chokhe Roder Akas, Onno Chokhe Caya,
Tomar Jonnu Buker Vitor Barce Sudhu Maya,
Ridoy Jure Tomar Jonnu Sopno Rasi Rasi,
Amar Ceye tomay Ami Besi Valobasi.
Happy Valentines Day!!!
Prosno Jetai Hok, Uttor tumi?
Rasta Jetai Hok, Lokko tumi?
Kosto Jotoi Hok, Suk tumi?
Tomar sathai Jotoi Rag Kori Na Kno? Tobo O Amr Priyo valobasa TUMI.
Valentine Day Love Sms For Girlfriend
Vorer alo surjer hasi, Jan ke ami valobashi.
Nodir deo pakir gan. jan amar janer jan.
Nil akasher sopne gera.jan hobe sobar sera
Khuje deko moner maje, aci ami sopno seje.
tomar oi choker tarai, hajar o sopno ase darai.
shuker sei sopner maje.pabe tomi amai khuje.
ღ꧁ღ🌷 পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়ত বেঁচে থাকা যায়, কিন্তু ভালো না বেসে বোধকরি বেঁচে থাকা যায় না। 🌷ღ꧂ღ
╰⊱♥⊱╮🍀 ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।’ 🍀╰⊱♥⊱╮
╭⊱ꕥ🌹 ঘৃণা অন্ধ, প্রেমের মতই 🌹ꕥ⊱╮
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ😂 কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না 😂❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁😄 যা পেতে ইচ্ছে করে, আমি তাকেই বলি সুন্দর । প্রত্যেকটি প্রাণেরই এক-একটা স্বতন্ত্র চেহারা থাকে । সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই, সে আপেক্ষিক ! 😄ღ꧁
ღ꧁ღ😃 আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভরে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে 😃ღ꧁ღ
Valentines Day – ভালবাসা দিবস স্টেটাস
╰⊱♥⊱╮😀 ঠোঁটে প্রতিশ্রুতি চুমু ভরতি বিষ বল তুই ভালবাসা কেমন আছিস ? 😀╰⊱♥⊱╮
╭⊱ꕥ😊 একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবো। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না। 😊╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ😉 যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধও বাঁধে যদি নিভেও যায় কোনদিন যতটুকু আলো আছে ওই সূর্য আর চাদেঁ যদি সাইবেরিয়ার তুষারে কখনও সবুজ ফসল ফলেও যায় তবুও তুমি আমার 😉❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁😍 সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতাত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে, কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায়। 😍ღ꧁
ღ꧁ღ😘 তুমি জানো না__আমি তো জানি, কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান, এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি 😘ღ꧁ღ
╰⊱♥⊱╮😚 প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে 😚╰⊱♥⊱╮
╭⊱ꕥ😗 ভালোবেসেই নাম দিয়েছি ‘তনা’ মন না দিলে ছোবল দিও তুলে বিষের ফণা 😗╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ😙 দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে 😙❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁😜 দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না 😜ღ꧁
ღ꧁ღ😝 ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি, যা কেবল – শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয়। 😝ღ꧁ღ
╭⊱ꕥ😳 ভালোবাসি আমারা কোন কারন ছাড়াই, কারন ছাড়াই ঘৃণা করি 😳╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ😁 বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনো ভালোবাসা থাকে না 😁❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁🌐 মা, বোন, স্ত্রী অথবা কন্যা- যে রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র। 🌐ღ꧁
ღ꧁ღ🌞 “ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন.. হয় না ধূসর কিংবা বর্নহীন.. যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা! 🌞ღ꧁ღ
╰⊱♥⊱╮🌝 মানুষের ভেতরে কীটপ্রবণতা কী সাঙ্ঘাতিক! ফুলের আভাস পেলে, মধুর গন্ধ পেলে সে দিগ্বিদিক জ্ঞান হারায়—বুদ্ধি-বিবেচনা-দূরদর্শিতা সবই হারিয়ে ফেলে। তার ওপর এসে ভর করে তীব্র ভালোবাসা। 🌝╰⊱♥⊱╮
╭⊱ꕥ🔥 প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না 🔥╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ💧 আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরী রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে এক তরীতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে। 💧❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
╭⊱ꕥ✨ যদি প্রশান্ত মহাসাগরে একফোটা জল আর নাও থাকে যদি গঙ্গা-ভলগা-হোয়াংহো নিজেদের শুকিয়েও রাখে যদি ভিসুভিয়াস-ফুজিয়ামা একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায় তবুও তুমি আমার ✨ꕥ⊱╮
ღ꧁ღ🌟 বিশ্বাস যখন ভেঙে যায়, Sorry কিংবা ক্ষমা করো শব্দটি তখন হাঁস্যকর শোনায়, বিশ্বাস অনেক বড় একটা জিনিস, বিশ্বাসের উপর সব ধরনের সম্পর্ক গড়ে ওঠে। 🌟ღ꧁ღ
╰⊱♥⊱╮🌍 এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!! 🌍╰⊱♥⊱╮
╭⊱ꕥ🌎 একটি মুহুর্তই যথেষ্ট 🌎╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ🌏 পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো 🌏❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁☘️ যে ভালবাসা বুঝেনা, তাকে ভালবাসা শিখাতে যাবেন না! কারন সে ভালবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালবাসবে অন্য জনকে! আর কষ্ট পাবেন আপনি। ☘️ღ꧁
ღ꧁ღ😂 প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন 😂ღ꧁ღ
╰⊱♥⊱╮😄 তোমার আগে যদি আমার মৃত্যু হয় অথবা আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই কারণ বেঁচে থাকার মতো বিপুল আর তো কিছু নেই। 😄╰⊱♥⊱╮
╭⊱ꕥ😃 কে তুমি আমারে ডাকো অলখে লুকায়ে থাকো ফিরে ফিরে চাই দেখিতে না পাই 😃╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ😀 আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে । এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম 😀❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁ღ😊 পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম। তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে। 😊ღ꧁ღ
╰⊱♥⊱╮😉 প্রেম হলো সিগারেটের মতো, জার আরাম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে 😉╰⊱♥⊱╮
╭⊱ꕥ😍 পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো… 😍╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ😘 আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্য বার ভালোবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা সবসময়। 😘❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁😚 ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোন ন্যায় অন্যায় বোধ থাকে না 😚ღ꧁
ღ꧁ღ😗 সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা ওই যুবকের সাথে; ফিরে এসো সুরঞ্জনা : নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে – আরও দূরে যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর। 😗ღ꧁ღ
╰⊱♥⊱╮😙 কিছুই অসাধ্য নয় আজ আমি সবকিছুই দিতে পারি বলো কী কী নেবে তুমি? 😙╰⊱♥⊱╮
╭⊱ꕥ😜 দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা, ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ, চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা নির্জন মাছের চোখে — পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ — মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে 😜╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ😝 শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ! 😝❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ😛 ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। 😛❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁ღ😳 ঘনিষ্ঠ হবার সময় আমরা পরস্পরের গুণগুলো জানার আগে দোষগুলো জেনে ফেলি। 😳ღ꧁ღ
╰⊱♥⊱╮😁 একটা ঠিকানা চাই। যেই ঠিকানায় সপ্তাহ শেষে একটি করে চিঠি দিব……. প্রেম-প্রেম, আবেগে ঠাসা, ভালোবাসায় টইটুম্বুর! হবে একটা ঠিকানা? কারনে অকারনে চিঠি দিব… 😁╰⊱♥⊱╮
╭⊱ꕥ🔻 দুচোখ বেয়ে রাত্রি ঝরে, পাংশুটে রাত, রক্তমাখা চাঁদের দেহে জোস্না উধাও, উল্টে পড়ে রোদের বাটি, আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের দালানকোঠা 🔻╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ🔶 মিনারের মতো মেঘ সোনালি চিলেরে তার জানালায় ডাকে, বেতের লতার নিচে চড়য়ের ডিম যেন শক্ত হয়ে আছে, নমর জলের গন্ধ দিয়ে নদী বারবার তীরটিরে মাখে, খড়ের চালের ছায়া গাঢ় রাতে জোছনার উঠানে পড়িয়াছে; বাতাসে ঝিঁঝির গন্ধ — বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে; নীলাভ নোনার বুকে ঘর রস গাঢ় আকাঙক্ষায় নেমে আসে 🔶❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
ღ꧁🔷 বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ, কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক, তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি, মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি ! 🔷ღ꧁
ღ꧁ღ🔸 যেখানে তোমার চোখ খুনি আমি খুন হই প্রতিদিন 🔸ღ꧁ღ
╭⊱ꕥ🔰 যখন কোন ছেলে কোন মেয়েকে দেখে , 🔰╭⊱ꕥ
❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ🍺 আমি মস্তিস্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি, কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস। কেবল উত্তর পাহাড়ের হিম, ঠান্ডা হাত ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক 🍺❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
Happy Valentines Day pic Download